বরিশাল নগরীতে পৃথক ২ অভিযানে ২১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন ডিসি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম। আটককৃত মোজাম্মেল হক (৫০) গাজীপুর জেলার কালিয়াকৈরের ঢালজোড়া এলাকার বাসিন্দা। বুধবার ১২ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন। এর আগে সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১০ নম্বর ওয়ার্ড এলাকায় ডিসিঘাট এলাকায় অভিযান চালানো হয় জানিয়ে সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন বলেন, অভিযানস্থলে থাকা স্পিডবোটের যাত্রী ছাউনির দক্ষিণ পাশ থেকে দাঁড়ানো অবস্থায় মোজ্জামেল হককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই ইশতিয়াক বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। অপর দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের সোনালী আইসক্রিম মোড়স্থ কালি বাবুর পুরাতন কয়লা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে। আটককৃত মোঃ দেলোয়ার হোসেন (৪২) ঐ এলাকার আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেলের এসআই তানজিল আহমেদ।
Leave a Reply