1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বরিশাল নগরীতে ইজিবাইকের ব্লু বুক হস্তান্তর করেছেন মেয়র সাদিক আবদুল্লাহ - দৈনিক আমার সময়

বরিশাল নগরীতে ইজিবাইকের ব্লু বুক হস্তান্তর করেছেন মেয়র সাদিক আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

বরিশাল প্রতিনিধি:
ব‌রিশাল নগরী‌তে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরা‌তে পাঁচ হাজার ব্যাটারী চালিত ইজিবাইককে অনুম‌তি দেয়ার উদ্যোগ নিয়েছেন সি‌টি মেয়র সেরনিয়াবাত সা‌দিক আবদুল্লাহ। রবিবার সকালে প্রথম পর্যা‌য়ে ৩০ জন হলুদ অটো বা অযা‌ন্ত্রিক ইজিবাইক চাল‌কের কা‌ছে ব্লু বুক ও পোশাক হস্তান্তর ক‌রেন মেয়র। ব‌রিশাল নগরী‌তে পুনরায় ইজিবাইক চলাচ‌লের অনুম‌তি দেয়া শুরু ক‌রে‌ছে সি‌টি করর্পো‌রেশন। ঈদের আগেই নগরীতে পাঁচ হাজার ইজিবাইক চলাচ‌লের অনু‌মোদন দেয়া হ‌বে। ত‌বে প্রশিক্ষণ ছাড়া কো‌নো চালকই ইজিবাইক নিয়ে সড়কে নাম‌তে পার‌বেন না।

এজন্য চালকরা পা‌বেন আলাদা পোশাক। ব‌রিশাল নগরী‌তে সা‌বেক সি‌টি মেয়র শওকত হো‌সেন হির‌ণের মেয়াদকা‌লে ২৬০০ ইজিবাইক চলাচ‌লের অনুমোদন দেয়া হ‌য়ে‌ছি‌লে। পরবর্তী মেয়র আহসান হা‌বিব কামাল ও সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ এই হলুদ র‌ঙের ইজিবাইক গু‌লোর লাইসেন্স নবায়ন না করায় নগরী‌তে অবৈধ হিসেবে গণ্য হয়। ৪ জন যাত্রী বহনকা‌রী ব্যাটারি চা‌লিত এই তিন চাকার ইজিবাইক। অনুমোদন না থাকায় ক‌য়েক‌টি শ্রমিক সংগঠ‌নের ব্যানারে বরিশাল নগরীতে ইজিবাইকের সংখ্যা ১৫ হাজার ছা‌ড়ি‌য়ে যায়। এতে নগরী‌তে যানজট বে‌ড়ে যায়। নগরীর বিভিন্ন ওয়ার্কশপে তৈরি এসব বাহন নিয়ন্ত্রণে পু‌লি‌শও বার বার পদ‌ক্ষেপ নি‌তে গি‌য়ে ব্যর্থ হ‌য়ে‌ছে। এ অবস্থায় ব‌রিশাল নগরী‌তে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরা‌তে হলুদ ইজিবাইক চলাচ‌লের অনুম‌তি দেয়ার উদ্যোগ নিয়েছেন সি‌টি মেয়র। কাউকে চাঁদা দেয়া থে‌কে বিরত থাকতেও ইজিবাইক চালকদের নি‌র্দেশ দেন মেয়র। শিশু‌দের চালক হি‌সে‌বে না রাখাসহ মহাসড়‌কে এই ইজিবাইক না চালা‌নোন জন্য অনুরোধ ক‌রেছেন বিএমপি পু‌লিশ কমিশনার সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com