বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ মে সকালে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশালের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম-সেবা। এ সময় প্রধান অতিথি উপস্থিত শিক্ষক মণ্ডলী ও ছাত্রীদের উদ্দেশ্যে সাইবার অপরাধ, সাইবার বুলিং, হ্যাকিং, এবিউজ, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮, সাইবার ক্রাইমে মামলা করার নিয়ম, সাইবার নিরাপত্তার জন্য মৌলিক করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও নির্দেশনা প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কাশেম। সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) মোঃ মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) উজ্জ্বল কুমার দে, পরিদর্শক শাহ ফয়সাল আহমেদ সহ অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা ও সাইবার অপরাধ সেলের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। সভা শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply