বরিশালে মনোনয়ন জমা কিংবা প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বরিশাল সিটি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। তিনি মঙ্গলবার সকাল ১১টার দিকে নগর ভবন চত্ত্বর থেকে চকবাজার পর্যন্ত গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি পথচারীদের সাথে করমর্দন করেন এবং হাত উচিয়ে অভিবাদন জানান। গণসংযোগকালে ভোটারদের কাছে দোয়া কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিম, সদস্য ফরহাদ বিন আলম জাকির, বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগ শ্রমিক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত। আগামী ১৬ মে বিসিসি নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন। ২৬ মে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা করতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। যদিও একাধিক প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করবে বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মহানগর সম্পাদক রফিকুল আলম। এ বিষয় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হবে আমরা আশাবাদী।
Leave a Reply