1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রনায়িকা অঞ্জনা - দৈনিক আমার সময়

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রনায়িকা অঞ্জনা

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রয়াত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। শনিবার (৪ জানুয়ারি) দুই দফায় জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে, বাদ জোহর নিজের দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে প্রথম এবং পরে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ দশক আগে যে স্থানটি কিশোরী অঞ্জনা রহমানকে বানিয়েছিলেন নায়িকা, সেই এফডিসিতে কফিনবন্দি হয়ে শেষবারের মতো নেয়া হয় ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রীকে।

বিএফডিসিতে অঞ্জনাকে শ্রদ্ধা জানান পরিচালক, নির্মাতা, শিল্পী সমিতির সদস্যসহ চলচ্চিত্র ও অভিনয় জগতের অনেকে। অংশ নেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। স্মৃতিচারণ আর শ্রদ্ধায় শেষবারের মতো সহকর্মীরা বিদায় জানান চিত্রনায়িকা অঞ্জনা রহমানকে। বিদায়বেলায় পরিবারের পক্ষ থেকেও সবার কাছে দোয়া চাওয়া হয়।

প্রসঙ্গত, শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। তিন দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা।

চার দশকের ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। ‘গাংচিল’ সিনেমার জন্য ১৯৮২ সালে এবং ‘পরিণীতা’ সিনেমার জন্য ১৯৮৬ সালে পান শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com