1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ফেনীতে ৫ প্রতিষ্ঠানের জরিমানা - দৈনিক আমার সময়

ফেনীতে ৫ প্রতিষ্ঠানের জরিমানা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
আবুল হাসনাত রিন্টু, ফেনী:
ফেনীর বড়বাজারে অভিযান ৫ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. কাউসার মিয়া।
তিনি জানান, মাছ বাজার, মুরগি বাজার ও মরিচ পট্টিতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রদর্শিত মূল্যতালিকা না থাকা, পাইকারি আড়ৎ থেকে পণ্য ক্রয় রশিদ না থাকাসহ একাধিক অপরাধে এ জরিমানা করা হয়েছে।
কাউসার মিয়া জানান, এ সময় মুরগি দোকানি মোহাম্মদ আলীকে ২ হাজার টাকা, মাছ দোকানি মো. আলীকে ৫০০ টাকা, মো. আবদুল খালেককে ১ হাজার টাকা, শ্রীবাস চন্দ্র দাসকে ৫০০ টাকা ও মরিচ পট্টির মুদি দোকানি ফারুক স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না থাকায় বেশ কয়েকজন দোকান মালিককে সতর্ক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com