ফেনীতে ১৪৮ বোতল বিদেশী মদসহ মোঃ বাদল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।রোববার (৩০ এপ্রিল ২০২৩) রাত সাড়ে ১২ টার দিকে মহিপাল রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।
আটকৃত বাদল শরীয়তপুর জেলার নড়িয়া থানার গুলমাইজ এলাকার মৃত আবুল হাশেমের পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী মডেল থানার মহিপাল এলাকায় পাকা রাস্তার ওপর বিদেশী মদসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে র্যাব-৭, চট্টগ্রামের একটি দল উপস্থিত হলে একজন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা মোঃ বাদল (৩৩) কে গ্রেপ্তার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার হেফাজতে থাকা ২টি প্লাষ্টিকের ও ১টি চটের বস্তার ভিতর থেকে ১৪৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
আটক আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব আরও জানায়, বাদল দীর্ঘদিন যাবৎ বিদেশী মদ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে। পরে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।
Leave a Reply