ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন শেরপুরের নকলা থানার ভুরদী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী আফরোজা (২৭)ও ঠাকুরগাঁও জেলার সদর থানার বৈইগন্ডপুর গ্রামের শামসুদ্দিনের মেয়ে সুনালী আক্তার (২৫)।
মঙ্গলবার (১৬ মে) ভোর সোয়া ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,ঢাকা থেকে বাসে করে বিপুল পরিমাণ গাঁজা শেরপুর নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া পাঁচটায় ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক করা হয়।
এ ঘটনায় ফুলপুর থানায় মামলা দায়ের শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply