প্রেমের টানে আবদুর রকিব খান নামে এক তরুণকে
ভালোবেসে হবিগঞ্জ ছুটে এসে বিয়ে করে
মালয়েশিয়ার এক তরুণী ফাতিম।উভয় পরিবারের সম্মতিতে বিয়ে করেন তাঁরা। বর্তমানে তাঁরা হবিগঞ্জ শহরে অবস্থান করছে।জানা যায় যে গত ৪ বছর আগে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যান হবিগঞ্জের ছেলে আবদুর রকিব খান। এরপর কুয়ালালামপুরের মেয়ে ফাতিমের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেম হয়। এবং তাদের মধ্যে প্রেম দেয়া নেয়া চলছিল বছরের পর বছর। ঈদের ৩ দিন আগে রকিব দেশে আসে এ সময় ফাতিম বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং রকিবকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর দুই পরিবারের অভিভাবকদের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। আবদুর রকিব খান বলেন, পড়াশোনা শেষ করতে কিছুদিন পর তিনি আবার মালয়েশিয়ায় যাবেন। ফাতিম হবিগঞ্জ শহরে তাঁর পরিবারের সঙ্গে থাকবেন। মালয়েশিয়ায় পড়াশোনা শেষ হলে বাংলাদেশেই স্থায়ী হবেন তাঁরা।ফাতিমের পরিবার এ বিয়েতে সম্মতি দেওয়ার পর রকিবের সঙ্গে কথা বলেন ফাতিম। এরপর ঈদের তিন আগে বাংলাদেশে আসেন। তাঁরা হবিগঞ্জ আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন।ফাতিম বলেন, তাঁর মা-বাবাসহ পরিবারের সবাই রকিবের পরিবারের আন্তরিকতায় মুগ্ধ। মালয়েশিয়া থেকে তাঁরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।বাংলাদেশে এসে বেশ ভালো লাগছে জানিয়ে এ মালয়েশিয়ান তরুণী বলেন, এ দেশের মানুষ মিশুক প্রকৃতির। তাঁদের ভালোবাসা পেয়ে মুগ্ধ তিনি। বাংলাদেশি খাবারও বেশ পছন্দ হয়েছে। মুরগির তরকারি ও দই বিশেষ ভালো লেগেছে।
Leave a Reply