1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সাইন্সের নবীনবরণ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সাইন্সের নবীনবরণ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

 

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সাইন্স এর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ গত ০৮/০৯/২৩ রোজ শুক্রবার দুপুর ২.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শুভময় দত্ত, মোটিভেশনাল বক্তা হিসেবে সিনিয়র স্টুডেন্ট কাউন্সিলার জনাব আবু সালেহ, সভাপতি পাবলিক হেলথ নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুস সালাম মন্ডল এবং বিশেষ অতিথি ফার্মেসি বিভাগের প্রধান মিসেস তাসলিমা বেগম, মাইক্রোবায়োলজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামান শিশির ও সহকারী অধ্যাপক আবু জিহাদ, বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজির কো- চেয়ারম্যান লুবাতুল আরাবিয়া, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি বৃন্দ, স্টাফ এবং ছাত্র-ছাত্রী বৃন্দ।

এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. শুভময় দত্ত তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের পরম স্নেহে শুভেচ্ছার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদের পথ চলা এবং শিক্ষাজীবনের বিভিন্ন দিক-নির্দেশনা এবং বর্তমান সময়ের গণমাধ্যম বিশেষ করে সোশাল মিডিয়ার ইতিবাচক এবং নেতিবাচক দিক সম্পর্কে আলোচনা করেন।
মোটিভেশনাল বক্তা জনাব আবু সালেহ তার বক্তব্যে ছাত্র জীবনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক ভাবে সুস্থ থাকার বিভিন্ন সুফল এবং মানসিক অসুস্থতার পরিণতি যেমন মাদকাসক্তির বিভিন্ন কুফল নিয়ে আলোচনা করেন। এ পর্যায়ে তিনি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা বজায় রাখার পরামর্শ দেন।
সভাপতি পাবলিক হেলথ নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুস সালাম মন্ডল তার বক্তব্যে বলেন শিক্ষাজীবন নিজেকে গড়ে তোলার অন্যতম প্লাটফর্ম। এখনই সময় যোগাযোগের দক্ষতা বাড়ানো, এক্সট্রাকারিকুলার কার্যক্রমে অংশগ্রহণ করার । এক্সট্রাকুরিকুলার কার্যক্রমে এর সাথে নবীনদের যুক্ত থাকার আহ্বান জানান।এতে করে শিক্ষার্থীদের সামাজিক সংক্রান্ত দক্ষতা এবং লিডারশীপ ক্ষমতা বৃদ্ধি পাবে।
সাংস্কৃতিক পর্বে গান, নাচ, কবিতা আবৃত্তি পরিবেশন করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনায় উপস্থাপক হিসাবে ছিলেন লুবাতুল আরাবিয়া ও দিদার হোসেন রাকিব।
সুসম্পন্ন এবং সুসজ্জিত ভাবে অনুষ্ঠান আয়োজন করেনঃ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের, নিউট্রিশন ক্লাব, এমবায়ো রিসার্চ ক্লাব, ফার্মা ক্লাব এবং বায়োকেমিস্ট্রি ক্লাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com