1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
পোকখালীতে মসজিদে মল নিক্ষেপের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

পোকখালীতে মসজিদে মল নিক্ষেপের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)
    প্রকাশিত : শনিবার, ৬ মে, ২০২৩
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মসজিদে ময়লা (পায়খানা )  নিক্ষেপকারী শাহেদ কামালকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পোকখালী দক্ষিণ- পশ্চিম নাইক্ষ্যংদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি এনামুল হক ইসলামাবাদী, দপ্তর সম্পাদক এনায়েত  উল্লাহ আব্বাসি, সদস্য মৌলানা ইসহাক, মাওলানা রমজান ফারুকী , মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইসহাক,  মজিদ কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষক  হাফেজ জামাল উদ্দিন, মসজিদ কমিটির সদস্য রবিউল হাসান রুবেল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন এম ইউপি, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মোস্তফা কামাল,  এরশাদ, নাইক্ষ্যংদিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি নূর মোহাম্মদ, সদস্য নুরুল কবির, শাকের আহমদ,  সাবেক মেম্বার সফর আলম, ঈদগাঁও আলাদীনের চেরাগ টিমের সাধারণ সম্পাদক জামিল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, সৈয়দ নূরসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
স্থানীয় এমইউপি মোঃ আলম জানান, দক্ষিণ নাইক্ষংদিয়ার মাস্টার আমির মোহাম্মদের ছেলে মোহাম্মদ শাহেদ কামাল  দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের বাসাবাড়ি, মসজিদ, মাদ্রাসার পানির মটর,গাছপালা কেটে, ধানক্ষেত নষ্ট করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল।
 সম্প্রতি দক্ষিণ নাইক্ষংদিয়া   মসজিদ-মাদ্রাসাসহ আশপাশের কয়েকটি বাড়িতে  মল নিক্ষেপ করে  উত্তেজনা সৃষ্টি করেছে ।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাং ইসহাক জানান, শাহেদ কামাল গত কয়েক বছর ধরে মসজিদের ইমামকে মারধর, এলাকায় সেচ প্রকল্পের পানির পাইপ নষ্ট সহ  চুরি চামারি করে আসছে। সে সম্প্রতি মসজিদ, মাদ্রাসা ও মানুষের বাড়িতে মল নিক্ষেপ করেছে।
যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজমান। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
 ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ  মোঃ গোলাম কবির বলেন, শাহেদ কামালের এসব অপকর্মের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে এলাকাবাসী  একটি মামলা দায়ের করেছেন।  অতি দ্রুত সময়ে আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মানববন্ধনে বক্তারা  মসজিদে ময়লা নিক্ষেপকারী শাহেদ কামালকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com