1. : admin :
পিস্তলের গুলিতে ব্যবসায়ী বৃদ্ধের আত্মহত্যা - দৈনিক আমার সময়

পিস্তলের গুলিতে ব্যবসায়ী বৃদ্ধের আত্মহত্যা

উত্তরা (ঢাকা)প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৩নং সেক্টরে গাজী আবুল হাসেম (৬৯) নামক এক বৃদ্ধ  ব্যবসায়ী নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে মাথায় গুলি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) আবুল হাসেম নিজের লাইসেন্স কৃত পিস্তল দিয়ে মাথায় গুলি করে আহত হন, পরে বাসার লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দুপুর ১টার দিকে উত্তরা-পশ্চিম থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় বলে তথ্যসূত্রে জানা যায়। নিহত ব্যক্তি ৩নং সেক্টর, ২নং রোডের ২৯ নং বাসার তৃতীয় তলার ২/এ তে তাঁর নিজ ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন।
তবে পারিবারিক কলহে আত্মহত্যা না হত্যা এ তথ্য নিয়েও ধুম্রজালের সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক খান জানান, মঙ্গলবার সকালে ডিউটিরত অবস্থায় খবর পাই একজন গুলিবিদ্ধ অবস্থায় বসুন্ধরা এভারকেয়ার নামক একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, হাশেমের ব্যবহৃত পিস্তলটি তার পাশেই মেঝেতে পড়ে ছিল। নিহত ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
জানা যায়, মৃত আবুল হাসেম একজন স্বর্ণপদক বিজয়ী সফল ব্যবসায়ী। রাজলক্ষী মার্কেটের পঞ্চম তলায় তার দোকানও আছে। তাঁরা বলেন, আবুল হাসেম’কে স্বাভাবিক আচরনে দেখেছেন সকালে। তাছাড়াও অনেকের ধারণা পারিবারিক কলহ’এর জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ইতিপূর্বেই অনেকের বক্তব্যে জানা যায়, তিনি হার্ট অ্যাটাকে মারা যান। রহস্যের শুরু এখান থেকে হয়।
আবুল হাসেমের পরিবারের লোকজনের সাথে একাধিকবার  যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
উত্তরা পশ্চিম থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ আলম জানান নিহতের বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com