গতকাল মঙ্গলবার ঘোষিত চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটিতে ত্যাগী, কারানির্যাতিত ও যোগ্য নেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতির কমিটি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
বুধবার (৪ জুন) বিকেলে নগরীর অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ এই পকেট কমিটি দ্রুত বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবী জানান।
পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইসমাঈল বালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম।
তিনি বলেন, নবগঠিত কমিটিতে বিগত সময়ে কারানির্যাতনের শিকার হওয়া ত্যাগী যোগ্য নেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও পরিবারতন্ত্র কায়েম করে পকেট কমিটি করা হয়েছে। বহু যোগ্য নেতা থাকতেও একজন নিস্ক্রিয় ব্যক্তিকে আহবায়ক করেছে। যিনি বিএনপি আমলে কাবিখা প্রকল্পের টাকা মেরে বিদেশ পাড়ি দিয়েছিল। আন্দোলন সংগ্রামে তার কোন ভূমিকা ছিল না৷ এছাড়া আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলামের মেম্বার হিসেবে কাজ করে আওয়ামীলীগের সাথে আতাঁত করে চলেছেন। যাকে সি. যুগ্ম আহবায়ক করা হয়েছে তিনি ৫ আগস্টের পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। যাকে সদস্য সচিব করেছে তার সাথে আওয়ামী লীগের সাবেক মেয়র আজম নাছিরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বাইরাল হয়েছে। এটি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী একটি পকেট কমিটি।
তিনি বলেন, শুধুমাত্র একটি পরিবারকে খুশী করতেই যোগ্যদের বাদ দিয়ে সুবিধামতো লোকদিয়ে পকেট কমিটি করা হয়েছে। দলের ত্যাগী নেতা অনেকেই ছিলেন দুঃসময়ে ত্যাগ স্বিকার করেছেন অথচ নতুন কমিটিতে তাদেরকে বাদ দেয়া হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে ওয়ার্ড ও থানা বিএনপির সাবেক নেতাদের নামে বারবার মামলা হামলা হলেও বর্তমান কমিটির কোনো সদস্যদের নামে কোনো মামলা হয়নি।
তিনি ব্যাপক অনিয়মের মাধ্যমে ঘোষিত আহবায়ক কমিটি বাতিল করে তৃণমুলের নেতাকর্মীদের চাহিদার ভিত্তিতে ত্যাগি নেতাদের অন্তর্ভুক্ত করে নতুন করে কমিটি ঘোষণার দাবী জানান। তাছাড়া ওয়ার্ড কমিটি বাতিলের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। অবিলম্বে যদি কমিটি বিলুপ্ত করা না হয়, তাহলে পাঁচলাইশে বিএনপি রক্ষা কমিটি গঠন করা হবে এবং ওই কমিটির মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভায় উপস্থিত ছিলেন বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, মফজল আহমেদ কোম্পানি, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সওদাগর, মো. ইউসুফ, আবুল বশর, হাজী মো. আলম, মো. আলমগীর, পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড় বিএনপির সাবেক সি. যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কাজল, ওসমান গণি, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম কালু, প্রচার সম্পাদক মো. চান মিয়া, থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজম নাজের, যুব বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছ, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস ছবুর, তাঁতী বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস, ওয়ার্ড় সহ সভাপতি বাদশা মিয়া, যুগ্ম সম্পাদক মো: ফারুক, মোহাম্মদ মুছা, মহিউদ্দিন জুয়েল, নাজিম উদ্দীন নাজু, জসিম উদ্দিন মান্না, আনোয়ার হোসেন, আইয়ুব খান, মো. নাছির, আনোয়ার হোসেন সুজন, প্রমুখ।
Leave a Reply