গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিহাব উদ্দিন সিহাব তার সেনবাগস্থ নিজ বাসভবনে জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় নিজের চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা করেন।
শিহাব উদ্দিন বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এই উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। আমি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। মানুষের পাশে থেকে উন্নয়নধারাকে এগিয়ে নিতে চাই। তাই আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে জয়যুক্ত করতে আমি বদ্ধপরিকর। আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আর্দশে উদ্বুদ্ধ একজন কর্মী। নির্বাচন করতে আমি দল থেকে মনোনয়ন চাইব।
তিনি বলেন, শেখ হাসিনার কাছে আমাদের সব তথ্য আছে। কে কে যোগ্য তিনি ভাল করে জানেন। আমি দীর্ঘদিন ধরে এলাকার গরিবের মানুষের পাশে থেকে সেবা করেছি। অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছি, বেকারদের ব্যবসার জন্য দোকানের ব্যবস্থা করেছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি এই কাজ অব্যহত রাখতে চাই। মানুষ আওয়ামী লীগের কাছে নিরাপদ, তা সবাইকে জানাতে চাই। তিনি দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।
Leave a Reply