1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
নাসিক ১৬নং ওয়ার্ডের ঋষি পরিবারের স্নান করার  মনোবাসনা পূর্ণ করলেন কাউন্সিলর রিয়াদ হাসান - দৈনিক আমার সময়

নাসিক ১৬নং ওয়ার্ডের ঋষি পরিবারের স্নান করার  মনোবাসনা পূর্ণ করলেন কাউন্সিলর রিয়াদ হাসান

মোঃশফিকুল ইসলাম আরজু, স্টাফ রিপোর্টার 
    প্রকাশিত : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াদ হাসান’র উদ্যোগে বাবুরাইল ঋষি পাড়ার অসচ্ছল হত দরিদ্র ১০ জন শিশু ও নারীদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  পরিচালিত শেখ রাসেল নগর পার্কের সুইমিং পুলে স্নান করিয়ে ঋষি পরিবারদের মনের ইচ্ছে পূর্ণ করলেন।
বিগত কিছু দিন আগে জনপ্রতি  মূল্য  নির্ধারণ করে শেখ রাসেল নগর পার্কে সুইমিং এর ব্যবস্হা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। উচ্চ হারে প্রবেশ মূল্য নির্ধারণ করায় হতদরিদ্র অর্থনৈতিক ভাবে অসচ্ছল মানুষের পক্ষে প্রবেশ করে  গোসল করা সম্ভব নয়। কিন্তু সুইমিংপুলের পাশ দিয়ে যাতায়াতরত মানুষগুলো সুইমিং এর স্বচ্ছ পানি দেখে মানুষিক প্রশান্তির আশায় গোসল করার আগ্রহ জন্ম নেয় অনেকের মনে। ঠিক তেমনি মনে আগ্রহ জন্ম নিয়েছিল ঋষি পাড়ার দরিদ্রদের মনে। ঋষি পরিবারের এ ইচ্ছের কথা মানব দরদী কাউন্সিলর রিয়াদ হাসান’র কানে পৌঁছে যায়। তাদের মনের ইচ্ছে পূর্ণ করতে রিয়াদ হাসান বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে নিজ অর্থে ১০ জনকে সুইমিং পুলে সুইমিং করার ব্যবস্হা  করে মনের বাসনা পূর্ণ করে দিলেন ঋষি পরিবারের শিশু ও নারীদের।
সুইমিং পুলে স্নান করার পর তাদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন- আমরা আসা যাওয়ার পথে দেখতাম সুইমিং পুলে অনেক লোকজন প্রবেশ করে। তাদের দেখে আমাদেরও ইচ্ছে হয়েছিল এই সুইমিং পুলে আমরাও যদি যেতে পারতাম একটু স্নান করতে পারতাম আমাদেরও ভালো লাগতো। ভগবান আজ আমাদের সেই মনের ইচ্ছে পূর্ণ করে দিলেন রিয়াদ দাদার মাধ্যমে। এ জন্য আমরা আনন্দিত। আমরা ভগবানের কাছে প্রার্থণা করি রিয়াদ দাদাকে অনেক সুখে রাখেন। আমাদের যেমন মনের বাসনা পূর্ণ করেছেন ভগবানও যেনো তার মনের ইচ্ছেগুলো পূর্ণ করে দেন। এবং  আমাদের মতো গরিব দুঃখিদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।
কাউন্সিলর রিয়াদ হাসান বলেন- ঋষি পরিবারের লোকজন আমার ওয়ার্ডের বাসিন্দা। তাদের ভোট পেয়েই আমি আজ নির্বাচিত জনপ্রতিনিধি। তাদের সুখ দুঃখের খবর রাখা এবং সহযোগিতা করা আমার নৈতিক দ্বায়িত্ব বলে আমি মনে করি। আমি লোক মারফত জানতে পারি সুইমিং পুলে স্নান করার ইচ্ছার কথা। ইচ্ছে থাকলেও তাদের অর্থনৈতিক সামর্থ্য নেই সুইমিং পুলে প্রবেশের। তাই আমি নিজ উদ্যোগে তাদের ইচ্ছেটা পূর্ণ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো সমাজের অবহেলিত ও সাধারণ মানুষের সেবা করতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com