রাজধানীর ভাটার থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরদের মধ্যে অন্যতম হলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকন।
বিচারক রায়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এ ছাড়া জরিমানা দিতে ব্যর্থ হলে আরও এক মাস কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন। অগ্নিসংযোগ করে ক্ষতি সাধনের অভিযোগে আরও দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরও এক মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন। তবে দুই ধারার সাজা এক সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
নথি থেকে জানা গেছে, আট বছর আগে রাজধানীর ভাটারা থানায় নাশকতার অভিযোগে এই মামলা করে পুলিশ। পরে পুলিশ তদন্ত শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকনসহ ১৫ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রের পরে এই আদালতে মামলাটি বিচারের জন্য আসে। সাক্ষ্যগ্রহণ শেষে আজ মামলার রায় ঘোষণা হলো।
Leave a Reply