নারায়ণগঞ্জের একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানের আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন বলে জানা যায়। নিহতের পরিচয় সম্পর্কে জানা যায় হাজিগঞ্জ ফায়ার স্টেশনের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন (৫৮), শহরের জামতলা এলাকার সালাউদ্দিন সাবু (৪৮) ও মাজদাইর পাকাপুল এলাকার রিকশাচালক সিরাজুল ইসলাম (৫০)।
২৪ জুলাই সোমবার সকাল ১১টায় চাষাড়া বিজয় স্তম্ভের গোলচত্বরে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে মতে , ফতুল্লার বিসিক এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি চলন্ত অবস্থায় চাষাড়া গোল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িটি সামনে থাকা যাত্রীবাহী একটি আনন্দ বাসকে ধাক্কা দেয়। বাসটি ধাক্কা খেয়ে সামনে থাকা একটি প্রাইভেট কার ও কয়েকটি রিকশাকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। অনেকের ধারনা মতে ফায়ার সার্ভিসের গাড়ী চালক জাহাঙ্গীর হোসেন গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক করেন৷ এ কারণে গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে না পারায় ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ৮ জন আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বিভিন্ন মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানা যায়।
Leave a Reply