1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানে আগুন : আড়াইহাজারে সংঘর্ষ - দৈনিক আমার সময়

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানে আগুন : আড়াইহাজারে সংঘর্ষ

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বিএনপি আহুত অবরোধের প্রথম দিন সকাল পৌনে সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে দুটি কাভার্ডভ্যানের চাকায় বিএনপি সমর্থকরা আগুন ধরিয়ে দেয়। এসময় তারা অবরোধ ও বিএনপির পক্ষে স্লোগান দিতে দিতে চলে যায়। সাথে সাথেই এলাকাবাসি আগুন নিভিয়ে ফেলে।
বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিকী বলেন,  ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।
অন্যদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখি এলাকায় বিএনপি কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। তারা দুটি বিআরটিসি বাস ভাংচুর করে। এসময় পুলিশ আসলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জ করে ও শটগানের গুলি করে তাদের ছত্র ভঙ্গ করে দেয়।
ঘটনার ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আহসান হাবিব জানান, বিএনপি কর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা করে। তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com