1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
নবাবগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ আসামী গ্রেপ্তার - দৈনিক আমার সময়

নবাবগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ আসামী গ্রেপ্তার

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
    প্রকাশিত : সোমবার, ৮ মে, ২০২৩
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকা জেলা পুলিশ এক বিফ্রিয়ের মাধ্যমে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো- নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের শেখ তালেব আলীর ছেলে মো. শরীফ(২৮), দোহার উপজেলার বানাঘাটা(শেষ মসজিদ) এলাকার মৃত শেখ ফরহাদের ছেলে আরাফাত ইসলাম রাকিব(২০), দোহার উপজেলার কাচারি ঘাট(শিশির রোড) এলাকার হান্নানের ছেলে আল আমিন(২০) ও নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আওয়াল(৩৮)।
জানা যায়, গত ৩০ এপ্রিল আনুমানিক রাত সাড়ে ৭ টায় উপজেলার নতুন বান্দুরা গ্রামের ফারুক হোসেনের ছেলে লেমন(২২) তার বন্ধু সাব্বির(২২) সহ নুরনগর ব্রিজের ওপর তার মোটরসাইকেল রেখে ব্রিজের ওপর দাঁডিয়ে গল্প করছিল। তখন বারুখালী হতে বান্দুরাগামী একটি মোটরসাইকেল যোগে মো. শরিফ, জনিসহ অজ্ঞাতনামা আরও ১ জন এসে পূর্ব শত্রুতার জের ধরে  লেমনকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে ৪/৫ রাউন্ড গুলি করে। এতে একটি গুলি লেমনের নাভির ৪ থেকে ৫ ইঞ্চি নিচে লাগলে লেমন গুরুতর আহত হয়। তখন আসামিরা একই মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। বর্তমানে লেমন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে। সংবাদ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিক নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল হতে চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। উক্ত ঘটনায় লেমনের পিতা মো. ফারুক হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে(মামলা নম্বর- ০২ তারিখ- ০১/০৫/২০২৩ইং ধারা- ৩২৬/৩০৭/৩৫৬/৩৪ পেনাল কোড)। পরবর্তীতে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম(বার) এর নির্দেশনায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ, পিপিএম, এর নেতৃত্বে মামলা তদন্তকারী অফিসার এসআই কাজী নাসের, সহযোগী এসআই শ্যামলেন্দু ঘোষ, এসআই শিমুল সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম চাঁদপুর জেলা ও ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত এজাহার নামীয় আসামী মো. শরীফসহ ৪ জনকে গ্রেপ্তার করে। আসামীদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত বিষয়টি স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মতে ঘটনায় ব্যবহৃত একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১ টি ধাঁরালো চাপাতি ও ১ টি অটোগিয়ার চাকু উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com