বিশ্ব নদী দিবসে নদী উপলক্ষে আজ ২৪ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘নদী একটি জীবন্ত সত্তা’ শীর্ষক আলোচনা সভা এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সভাপতি সুমন শামস বিজয়ী শিশু কিশোরদের অভিনন্দন জানিয়ে বলেন, নোঙর এ-র আন্দোলনের প্রেক্ষিতে নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করেছে মহামান্য হাইকোর্ট। কিন্তু দেশের নদী দখল-দূষণকারীদের কবলে পড়ে দেশের অধিকাংশ নদ নদ দখল-দূষণের মাধ্যমে হত্যা করার কাজ চলমান আছে। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে দেশের সকল রাজনৈতিক দলের নিবার্চনী ইশতেহারে নদী ও প্রাণ প্রকৃতি নিরাপত্তার নিশ্চিয়তা নিশ্চিত করতেই হবে। নদীমাতৃক বাংলাদেশের সকল নদী ও প্রাণ প্রকৃতি সংরক্ষণের দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠানের সমন্বয় এবং সকল শ্রেণির পেশার মানুষের সাথে আগামী প্রজন্মের সংযো ঘটাতে এ আয়োজন চলমান থাকবে।
সভার শুরুতে বিজয়ী ১২ জন শিশু কিশোরদের হাতে পুরস্কা হিসাবে রংপেন্সিল, রংতুলি এবং ছবি আঁকার সরঞ্জাম তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়াদা রিজওয়ানা হাসান বলেন, একটি নদী ধ্বংস করে আরেকটি নদী যেমন নির্মাণ করতে পারিনা, তেমনি একটি পাহাড়, পরিবেশ ও প্রাণ প্রকৃতি ধ্বংস করে আমরা তা আবার নির্মাণ করতে পারিনা। তাই নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষার জন্য নোঙর যে ধারাবাহিক কাজে নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষায় গতি বাড়িয়ে দিয়েছে।
বিশেষ অতিথি রিভার এন্ড ডেলটা রিসার্চ সেন্টার এ-র চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে হাইকোর্টের রায় যে নিদর্শনা ঘোষণা করছে তা বাস্তবান করতে যে সমন্বয়ে প্রয়োজন তা নেই। নদীকে জীবন্ত রাখার কোন বিকল্প নেই।
হিসাবে উপস্থিত ছিলেন বায়ুমন্ডলীয় ধূলাদূষণ কেন্দ্র (ক্যাপস) এ-র চেয়ারম্যান প্রফেসর আহম্মেদ কামরুজ্জামান মজুমদার, গণমাধ্যম ব্যাক্তিত্ব আমিন আল রশিদ, ওয়াটার কিপার্স এ-র প্রতিনিধি ইবনুল সাইদ রানা, পরিবেশ আইনবিদ এডভোকেট শফিক রহমান, পরিবেশবিদ আবদুল ওহাব, মোহাম্মদ সেলিম, সোহাগ মহাজন নোঙর নির্বাহী সদস্য আশরাফুল কবির কনক, ফজলে সানি, আমিনুল হক চৌধুরীর, কামাল মুস্তফা, বাহারুল ইসলাম টিটু।
স্বাধীনতা পদক প্রাপ্ত ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ
গত ২২ সেপ্টেম্বর, শুক্রবার নোঙর বাংলাদেশ শিশু একাডেমির শিশু কিশোরদের কাছে নদী ও প্রাণ প্রকৃতির সাথে সংযোগ ঘটাতে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করন।
Leave a Reply