যুবরাই লড়বে, সুন্দর সুশৃংখল সমাজ গড়বে, এ প্রতিপাদ্য কে সামনে রেখে নড়াইলে মাননীয় সাংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজার তুলারামপুর মধ্যপাড়া যুব সংঘ ও সমাজ কল্যাণ অফিস পরিদর্শনে এসে নিজ হাতে বৃক্ষ রোপন করেন।
১৬ জুলাই (রবিবার) দুপুর ১২ টার দিকে নড়াইল দুই আসনের মানবিক সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাশরাফী বিন মোর্ত্তজা ছুটে যান তুলারামপুর ব্রিজের নিচে ইউনিয়ন আওয়ামীলীগের অফিস উদ্বোধনে। সেখানে দলিয়ো নেতা কর্মীদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরে তুলারামপুর মধ্যপাড়া যুব সংঘ ও সমাজ কল্যাণ অফিস পরিদর্শনে যান, এবং নিজ হাতে ক্লাবে একটি বৃক্ষ রোপন করেন।
এসময় মানবিক এমপি মাশরাফি বিন মুর্তজা ক্লাবের কার্যক্রম দেখে শুনে সন্তুষ্ট প্রকাশ করেন। এবং আগামী দিনে ভালো কাজ করার জন্যে দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেন। এসময় তিনি তুলারামপুর মধ্যপাড়া যুব সংঘ ও সমাজ কল্যাণ সংসদ এর সকল কাজ পাশে থাকার কথা ব্যক্ত করেন।
পরে তুলারামপুর মধ্যপাড়া যুব সংঘ ও সমাজ কল্যাণ অফিসের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল সিকদার সেতু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিকদার রাসেদুল ইসলাম, কোষাদক্ষ রাকিবুল ইসলাম, ও রেজয়ান, উপদেষ্টা মন্ডলী সদস্য মুন্না আজিজ, সোহেল মোল্লা, সোহাগ মোল্লা, সাইফুল ইসলাম, শুভ, হাসিবসহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ ক্লাবের পক্ষ থেকে এমপি মাশরাফি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
Leave a Reply