ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ধামরাই প্রেসক্লাবের ২০২৩ সালের ৬ষ্ঠ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে “দৈনিক বাংলাদেশের খবর” পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি মো: মনোয়াের হোসেন রুবেল নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ধামরাই প্রেসক্লাবে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধামরাই প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. খলিলুর রহমান মুখর এ ঘোষণা দেন।
নির্বাচন কমিশন কর্তৃক সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ধামরাই প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ১৯ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ২৮ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৬ প্রার্থীর মনোনয়ন বৈধ হয় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় “দৈনিক বাংলাদেশের খবর” পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি মো: মনোয়ার হোসেন রুবেলকে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যান্য পদে আগামী ৭অক্টোবর শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যান্য পদে প্রার্থী হলেন -সভাপতি প্রার্থী মাই টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ তুষার ও কালের কন্ঠের ধামরাই উপজেলা প্রতিনিধি আবু হাসান, সহ-সভাপতি প্রার্থী এশিয়ান টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল ও দৈনিক নয়া শতাব্দী পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া স্বপন, সাধারণ সম্পাদক প্রার্থী দৈনিক ইনকিলাব পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান স্বপন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী দৈনিক খবরপত্র পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি ওয়াসিম হোসেন ও দৈনিক আজকের বসুন্ধরা প্রতিকার ধামরাই উপজেলা প্রতিনিধি সারোয়ার হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক প্রার্থী আনন্দ টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ সরদার ও দৈনিক গণকন্ঠ পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি মঞ্জুর রহমান রাজ, কার্যকরী সদস্য প্রার্থী দি বাংলাদেশ টুডে পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি মিলন সিদ্দিকী, দৈনিক ভোরের পাতা পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি আব্দুল হালিম, দৈনিক খবরের আলো পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি জাকির হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট খলিলুর রহমান মুখর বলেন, আজ ধামরাই প্রেসক্লাবের নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। সুষ্ঠু এবং সঠিক ভাবে এই নির্বচনটি শেষ করা হবে। নির্বাচনে সকল প্রার্থীদের আচরণ বিধি যথাযথ ভাবে মেনে চলতে হবে। এবিষয়ে নির্বাচন কমিশন সকল প্রার্থীদের বিশেষ নজরে রাখবেন।
পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীকে ফুলের তুরা দিয়ে শুভেচ্ছা জানায় ধামরাই প্রেসক্লাব সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।
Leave a Reply