ঢাকার ধামরাইয়ে একটি স্কুলবাসসহ দুটি বাসে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত কিনা তা জানা যায় নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এঘটনায় মোস্তফা নামের একজনকে আটক করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে বিএনপি সমর্থকরা একত্রিত হন। এসময় সড়কের ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস ও নিরাপদ পরিবহনের আরও একটি যাত্রীবাহী বাসে ভাংচুর চালায়। এঘটনায় কোন আহতের খবর পাওয়া যায় নি।
ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে এসময় একজনকে আটক করা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply