উদ্বোধনের পর মেট্রোতে করে সাধারণ যাত্রীদের চলাচল শুরুর দ্বিতীয় দিনে মতিঝিল, ফার্মগেট ও সচিবালয় স্টেশনে যাতায়াত করা মানুষে ভিড় বেড়েছে। প্রতিটি স্টেশনই যাত্রীতে ঠাসা। এ ছাড়া ট্রেনের প্রতিটি বগিতেও ভিড় লক্ষ্য করা গেছে। আজ সোমবার সকালে মেট্রো রেলের উত্তরা উত্তর, মিরপুর-১০ ও শেওড়াপড়া স্টেশনে ভিড় দেখা গেছে যাত্রীদের।সবগুলো স্টেশনে মতিঝিলগামী যাত্রীদের ভিড় বেশি থাকলেও মিরপুর ও উত্তরাগামী যাত্রীর চাপ ছিল তুলনামূলক কম। সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা যায়। সেখানে কথা হয় মতিঝিলগামী যাত্রী মনিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘মেট্রো রেলে আমাদের কত বড় উপকার হয়েছে, তা বলে বোঝাতে পারব না।
আগে ৩ ঘণ্টা সময় হাতে নিয়ে বের হতে হতো। এখন আধাঘণ্টায় গন্তব্যে পৌঁছাতে পারছি। এখন কোনো ভোগান্তি নেই।’
একই কথা বলেন নটরডেম কলেজের শিক্ষার্থী সাজিদ।তার ভাষ্য, ‘আগে উত্তরা থেকে মতিঝিল যেতে ১-২ ঘণ্টা সময় লাগতো। এখন সেখানে একটা নির্দিষ্ট সময় যাতায়াত করা যায়।’
আরিয়ান নামক আরেক যাত্রী বলেন, ‘টিকিটের লাইনে দাঁড়ানো একটু সমস্যা। নতুন লাইন হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। তবে দ্রুত সমাধান হবে।জার্নি খুবই আরামদায়ক হচ্ছে। যদিও একটু বেশি টাকা খরচ হচ্ছে। কোনো ঝামেলা ছাড়াই নির্ধারিত সময়ে যাতায়াত করা যায়।’
Leave a Reply