ঢাকার দোহারে শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুনামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর ( রবিবার) বিকেলে উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা টি সম্পন্ন হয়। উদ্বোধনীয় ম্যাচে শিলাকোঠা ফুটবল ক্লাব বনাম কার্তিকপুর একাদশের মধ্যে খেলা হয়।
খেলার শুরুর তিন মিনিটের মাথায় শিলাকোঠার খেলোয়ার উমরানের গোলে ১-০ তে এগিয়ে যায় শিলাকোঠা ফুটবল ক্লাব। ১০ মিনিটের মাথায় কার্তিকপুর একাদশের বিদেশী খেলোয়ার স্যামস্ সাইমনের গোলে সমতায় ফিরে কার্তিকপুর। এরপর দুই দলই মরিয়া হয়ে উঠে গোল পেতে। খেলার দ্বিতীয়ার্ধে আক্রমন আর পাল্টা আক্রমন হলেও কোন দলই আর গোলের দেখা পাচ্ছিলেন না। খেলার শেষ মুহুর্তে অয়নের দুর্দান্ত গোলে ২-১ এ এগিয়ে যায় কার্তিকপুর একাদশ। তবে শেষ বাঁশি বাজার ঠিক পূর্ব মহুত্বে হাসানের গোলে ২-২ গোলে সমতায় ফিরেন শিলাকোঠা ফুটবল ক্লাব। পরে ট্ইাব্রেকারে শিলাকোঠা ফুটবল ক্লাবকে ৪-৩ গোলে হারিয়ে জয় পায় কার্তিকপুর একাদশ। এসময় উল্লাসে ফেটে পরে কার্তিকপুর একাদশের সমর্থকরা।
নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
উক্ত খেলায় উদ্বোধন করেন দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ আওয়ামীলীগের উপদেষ্টা বজলুর রহমান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াৎ হোসেন নান্নু, দোহার উপজেলা আওয়ামীলীগের সদস্য সেকেন্দার আলী মোল্লা, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, কার্তিকপুর একাদশের টিম ম্যানেজার ফারুক উদ্দীন শরীফ, শিলাকোঠা ফুটবল ক্লাবের টিম ম্যানেজার আবু নাইম তাইমিয়া। টুর্ণামেন্টের সার্বিক তত্বাবধায়নে রয়েছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন এবং সাধারন সম্পাদক শহিদ মিয়া।
Leave a Reply