জামালপুরের দেওয়ানগঞ্জ ভূমিসেবা সপ্তাহ এবং জন সচেতনতামূলক আলোচনাসভা
২০২৩ অনুষ্ঠিত হয়েছে । সোমবার ২২ মে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি ) সরকার আব্দুল্লাহ আল-মামুন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌরসভা মেয়র শেখ মোঃ নুরুন্নবী ( অপু ),সভায় স্বাগতবক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান ।
এতে আরো বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী বিকাশ কবির ইমরান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল ইসলাম, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান,চিকাজানী ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃআইনউদ্দিন ,সেবাগ্রহিতা সাংবাদিক খাদেমুল ইসলাম,তারেক মাহমুদ প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাহাদুরাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারি মোঃ জয়নাল আবেদিন । সভায় ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার (ভূমি )। আজ থেকে এই সেবা সপ্তাহ চলবে আগামী ২৮ মে পর্যন্ত ,এ সময় বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে ভূমি বিষয়ক জটিলতা নিরোসনে পরামর্শ সেবা প্রদান, বিভিন্ন বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে ।
দিবসটি উপলক্ষে সকাল ১১ ঘটিকায় উপজেলা ভূমি অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রা বের হয় র্যালিটি বেলতলী বাজার প্রদক্ষিণ করে আবার একইস্থানে এসে শেষ হয় । এ ভূমি অফিসে বিভিন্ন ব্যানার ফেষ্টুন দিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে ।
Leave a Reply