দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের উন্নতিকরণে ঢাকা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল চারটায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির নামে হামলা ভাঙচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে ও সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিরোধের আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট রাসেল হোসেন,এ সময় তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে
মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি সিংগাইরের বাণিজ্য এবং কৃষি উর্বর ভূমিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার আহবান জানায়।
উপজেলা যুবলীগের সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ভিপি শহিদসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply