1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
তারাকান্দায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬ - দৈনিক আমার সময়

তারাকান্দায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৬

মোঃ জাকির হোসেন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩

ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, হত্যা মামলার ও সাজাপ্রাপ্ত আসামি সহ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মিরাজুল ইসলাম (২৮), নিজাম উদ্দিন (২৪), রাসেল মিয়া (৩০), শাহজাহান (২৪),নূর মাহমুদ (২৮), জয়নাল আবেদীন (৩০)।

বৃহস্পতিবার (১৮ মে) রাতে তারাকান্দা থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, থানা পুলিশের টহল কালে মাদক বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোনা -ময়মনসিংহ সড়কের তারাকান্দা উপজেলা বাতিকুড়া গ্রামের জনৈক হারেছ আলীর রাইছ মিলের সামনে থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় কামারিয়া ইউনিয়নের কদমতলী গ্রামের আব্দুল হাইয়ের পুত্র  মিরাজুল ইসলাম ও ফতেপুর গ্রামের  এছাক আলীর পুত্র  নিজাম উদ্দিন এবং আব্দল ছালামের পুত্র রাসেল মিয়া কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ১০গ্রাম হেরোইন এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে।  এ বিয়ষে  তারাকান্দা থানায় ৩৬(১)সরণি (৮ক)৪১মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় মামলা দায়ের হয়েছে।

অপরদিকে আরেক  পৃথক অভিযান চালিয়ে উপজেলা নল দীঘি গ্রামের শহীদ হত্যা মামলার এজাহার নামীয আসামী শাজাহান কে গ্রেপ্তার করে। আরেক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত  হরিপুর গ্রামের নুর মাহমুদ  ও বাবনীকোনা গ্রামের জয়নাল আবেদীন কে গ্রেপ্তার করেছে। ধৃত আসামীদের শুক্রবার  বিজ্ঞ আদালত সোপর্দ করা  হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com