ময়মনসিংহের তারাকান্দায় লিয়ন মন্ডল নামের এক এস.এস.সি পরীক্ষার্থীকে স্থানীয় বখাটে কর্তৃক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
রোববার (২১ মে) আনুমানিক সকাল ৯টায় উপজেলার বাট্রা বাটপাড়া সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাট্রা বাটপাড়া এলাকার বজলুর রশিদের বখাটে ছেলে রাব্বী এবং আবু চাঁন মিয়ার বখাটে ছেলে মাসুদ স্থানীয় বখাটেদের সাথে নিয়ে কালিখা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী লিয়ন মন্ডল কে লাঞ্ছিত উদ্দেশ্যে তৎপরতা চালায়। একসময় এস.এস.সি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য বখাটেদের বাধা দিলে তার সাথে বাকবিতন্ডা হয়।
এ বিষয়ে বাটা ভাটপাড়া সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন জানান, গত ১৮ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থী লিয়ন মন্ডল এর সাথে স্থানীয় বখাটে রাব্বী, মাসুস ও তার দলবলের কথা কাটাকাটি হয়। এসময় বখাটেরা লিয়ন মন্ডল কে শার্টের কলার ধরে টেনে-হিঁচড়ে লাঞ্চিত করে। এর ধারাবাহিকতায় আজ রবিবার পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ওপর আবারও হামলার পরিকল্পনা করে। পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত থাকা নিরাপত্তা কর্মী পুলিশ সদস্য বাধা দিলে তা কেউ দেখে নেওয়ার হুমকি দেয়।
পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত থাকা পুলিশ সদস্য নুরুল আমিন জানান, বখাটে ছেলেপেলেরা পরীক্ষা কেন্দ্রে এসে বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করলে আমি তাদের বাধা দিই । এতে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনার খোঁজ নিয়ে দেখছি।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগে একপর্যায়ে জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী আলোচনায় বসেন বলে জানা গেছে।
Leave a Reply