ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে শ্যামলী মাঠে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের মোহাম্মদপুর থানার ২৯, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড, শের-ই-বাংলানগর থানার ২৮ নং ওয়ার্ড এবং আদাবর থানার অন্তর্গত ৩০ ও ১০০ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান নাঈমের সঞ্চালনায় উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড জাহাঙ্গীর কবির নানক এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
প্রধান অতিথি এ্যাড জাহাঙ্গীর কবির নানক তার দেওয়া বক্তব্যে বলেন, জনগনের বিজয়, নৌকার বিজয় করতে সবাইকে আগামী দিনের জন্য এক হয়ে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবক লীগের সুশৃঙ্খল সম্মেলনের জন্য সবাইকে শুভেচ্ছা জানান এবং সকল ভেদাভেদ ভুলে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।
ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, এটা শুধু সম্মেলন নয়, এটা লড়াইয়ের প্রস্তুতি। আগামি তিন মাস সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রধান আলোচক এ কে এম আফজালুর রহমান বাবু আওয়ামীলীগের যেখানেই সংকট-দূর্যোগ সেখানেই অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক নিবেদিত প্রাণ উল্লেখ করে বলেন, দূর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। আওয়ামীলীগের উন্নয়নের একদল গোত্রের গাত্রদাহ হয়। ড. মুহাম্মাদ ইউনুছের প্রসঙ্গে বিবৃতির সমালোচনা করে বাবু আরও বলেন, তাদের সকল ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুখে দিয়েছেন।
এসময়, সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
সংগঠনকে গতিশীল করতে ঢাকা-১৩ আসনের সাবেক সাংসদ এ্যাড জাহাঙ্গীর কবির নানক যে ভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী বলেন, লন্ডনে বসে শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আবারো বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।
আনিছুর রহমান নাঈম বলেন, খুনি খালেদার দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে আমরা স্বেচ্ছাসেবকলীগ সুশৃঙ্খল ভাবে রাজপথে সম্মুখ সারিতে অবদান রাখতে চাই। কোন মাদক ব্যবসায়ী স্বেচ্ছাসেবকলীগে স্থান পাবে না উল্লেখ করে বলেন, কারো ব্যক্তিগত দায় সংগঠণ বহন করবে না। যারা মাদক-কে না করতে পারবেন না তারা ছিটকে পড়ে যাবেন বলেও তিনি হুঁশিয়ারী দেন। ঢাকা-১৩ আসনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে নাঈম আরো স্পষ্ট করে বলেন, এ্যাড জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে আপনারা সবাই সুসংগঠিত থাকবেন।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনের পর উক্ত সংগঠনের সাবেক নেতৃবৃন্দ সুষ্ঠ তদন্ত সাপেক্ষে নিরপেক্ষতা বজায় রেখে সৎ, ত্যাগী, যোগ্য এবং রাজপথের পরীক্ষিত লড়াকু সৈনিক কর্মীদের মূল্যায়ন করার দাবি জানান কেন্দ্রের নেতৃবৃন্দের নিকট। এসময়, কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজ যেন কমিটিতে স্থান না পায় সে বিষয়েও তৃণমূল থেকে দাবি জানানো হয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইরান।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর আহমদ শাকিল জয় এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিটু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আলী আবরার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাম্মদ উল্লাহ জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ কোবাদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক এ্যাড মোঃ মনির হোসেন, উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব মজুমদার রাজু, জাতীয় পরিষদের সদস্য আসাদুজ্জামান রনো, মুহাম্মাদ সাইদুর রহমান খান, সিরাজুল ইসলাম হাওলাদার, ইঞ্জিঃ নাদিরা আক্তার, ইঞ্জিঃ নজরুল ইসলাম, এ্যাড লিপিকা বাড়ৈ, টিপু সুলতান ও আফজাল হোসেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ সরকার বাবু, কৃষি বিষয়ক সম্পাদক জুবায়ের সিদ্দিক্কি, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক শাহীন আহম্মেদ, উপদেষ্টা পরিষদের সদস্য আনোয়ার হোসেন সেলু, কার্যকরী সদস্য রিয়াজুল হক মীর, কৌশল চাকমা, মোঃ মিরাজ, মোঃ আরশাদ মৃধা, আনিসুল হক বাপ্পী, মোঃ মাহবুব আলম ও খায়রুল হাওলাদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সলিমউল্লাহ সুলু, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম সেন্টু, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসানুর ইসলাম রাষ্টন, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার সাথী, শের-ই-বাংলানগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি লায়ন এম এ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড জাহিদুল হক বাবু, আদাবর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহ আলম সরদার ও সাবেক সাধারণ সম্পাদক খলিল হাওলাদার এবং শের-ই-বাংলানগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান সাগর, আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিব আমজাদ, আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ প্রমুখ সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনের প্রথম পর্ব শেষে মাগরিবের নামাজের জন্য বিরতি চলছে। বিরতি শেষে সম্মলনের পদপ্রত্যাশীদের কমিটির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
Leave a Reply