ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। ২০২২ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তাদের এ সম্মাননা দেওয়া হয়।
২০২১ সালের শুক্রবার (০৯ জুলাই) সকাল ১০টায় ধামরাই উপজেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহন করেন হোসাইন মোহাম্মদ হাই জকী।
যোগদানের পর থেকে ভয়ভীতিহীন ভাবে ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে এবং একাধারে নিয়মানুযায়ী ৩৫ টি অবৈধ ইটভাটা ধবংস করে জনগণের আলোচনায় আসেন তিনি। এছাড়া আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার ব্যাপক উন্নয়নে অবদান রাখেন তিনি। জনগণের সাথে সরাসরি আলোচনার জন্য বুধবার তার অফিস সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখেন। ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী প্রাণী বানরের জন্য স্থায়ীভাবে খাবারের ব্যবস্থা করেন। এছাড়া সকল কাজের দরপত্র, ও বিবরণ প্রতিদিন ফেসবুক পেইজে আপলোড করে জনগণের কাছে জবাবদিহিতার ক্ষেত্র তৈরি করে সাধারণ মানুষের সবচেয়ে নৈকট্য লাভ করেন তিনি।
ইতিপূর্বে তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। জনাব জকী ২০১৪ সালের ৭ আগস্ট বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। মাঠ পর্যায়ে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার ও সিলেট, এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কাজ করেন।
এছাড়া তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টরের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
হোসাইন মোহাম্মদ হাই জকী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ৩৩ তম ব্যাচের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও পাবলিক পলিসি বিষয়ে ডিস্টিংশনসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়।
Leave a Reply