মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে ফজিলাতুন্নেছা স্মৃতি সংসদ এর আয়োজনে সোমবাগ ইউনিয়নের চাপিল উদিয়মান নবীন সংঘ খেলার মাঠে শুক্রবার ১৩অক্টোবর বিকাল ০৫ টায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্ধোধন করা হয়েছে । পর্যাক্রমে১৬টি টিমে খেলা চলবে। আজকের খেলায় অংশ গ্রহণ কারী দলের নাম সোমবাগ ২নং ওয়ার্ড বনাম ৪নং ওয়ার্ডের খেলা অননুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোমবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা জেলা যুবলীগের সদস্য মোঃ আব্দুল লতিফ শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করেন।
উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ সানাউল হক সুজন, ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলীম, ধামরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়া সিকদার, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ আবু হাসান, ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, মোহনা টিভির ধামরাই প্রতিনিধি মোঃ আব্দুল আহাদ বাবুসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply