ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্দেশনায় একযোগে চলছে মসক নিধন কীটনাশক স্প্রে ছিটানো হচ্ছে নগরীর বিভিন্ন সড়কে।গতকাল সন্ধ্যায় মসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নগরীর কোতোয়ালি মডেল থানা, জেলা পরিষদ ডাকবাংলো, জুবলি ঘাট মোড়সহ বিভিন্ন পয়েন্টের পাড়া মহল্লায় অলি গলিতে এ স্পে ছিটানো হয়।এছাড়াও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বলা হচ্ছে আপনাদের বাসা বাড়ী আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বাসার ছাদে গাছের টপে, চিপসের প্যাকেট, ডাবের খোসা, ওয়ান টাইম চায়ের কাপ সহ অব্যবহৃত জিনিস পত্রে পানি জমে থাকলে এডিস মশার বিস্তার বৃদ্ধি হয়ে থাকে। তাই আপনাদের সচেতনতা ও সহযোগিতা কামনা করছি বলে জানানো হচ্ছে।
মশক নিধন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার জানান, মেয়র মহোদয়ের কঠোর নির্দেশনায় নগরীতে মশক নিধনে বিশেষ কর্মসূচি চালানো হচ্ছে। নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। তিনি বলেন, যেকোনো স্থানে ৩ দিনের বেশি জমে থাকা পানিতে এডিস মশার বিস্তার বাড়ে। বিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, এডিস মশার লার্ভা জমিয়ে রাখার বিষয়ে ইতিমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এরপরও নির্মাণাধীন কোনো ভবনের জমা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।
Leave a Reply