গত মঙ্গলবার ৩১ অক্টোবর দুপুরে র্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-৪ ও র্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার আশুলিয়ার কাঠগড়া এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রুপের প্রধান কাঠগড়া এলাকায় ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান পরিকল্পনাকারী মোঃ জাহিদুল ইসলাম@ তানজিম আহম্মেদ@ অশ্রু (৩০)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকার ডিস ব্যবসায়ী সাইদুর সরকার, মানিক সরকার ও শরিফ সরকার’দের সাথে ডিস ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে গত ২৫ অক্টোবর বুধবার সন্ধ্যায় আশুলিয়ার কোহিনুর মার্কেটের পিছনে নিজ অফিসে ডিস ব্যবসার সমস্যার সমাধানের কথা বলে ডেকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উক্ত ডিস ব্যবসায়ীদের লক্ষ করে এলোপাথাড়ী গুলি করে ০৩ জনকে আহত করে। ইতিপূর্বে মোঃ জাহিদুল ইসলাম@ তানজিম আহম্মেদ@ অশ্রু একটি হত্যা মামলায় প্রধান আসামী হিসেবে বেশ কিছুদিন কারাবরণ করে যা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply