টেকনাফ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড়ে হাজার ও আবাল বৃদ্ধা বনিতা, নারী পুরুষ শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নগত অর্থ বিতরণ করেন উখিয়া টেকনাফের সাবেক এমপি ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুর রহমান বদি, গেল ২৯ শে এপ্রিল সন্ধ্যায় আওলিয়াবাদ ৪/৫ নাম্বার ওয়ার্ড়ের আব্দুস শুক্কুর সিআইপি ও স্থল বন্দর ব্যবসায়ী সমিটির সভাপতি আমিনুর রহমান, আবদুল আমিন এর বাসভবনে স্থানীয় জনতার মাঝে নগত টাকা বিতরণ করেন। এসময় সাথে ছিলেন দুই সিআইপি মো. আব্দুস শুক্কুর সিআইপি,মো. ইসমাইল সিআইপি, সে সাথে অনেকদিন পর দুই সিআইপি একসাথে সমবেত হন। ঈদ উপহার হিসেবে নগত টাকা বিতরণ কালে উপস্থিত ছিলেন আমিনুর রহমান, আবদুল আমিন এর জৈষ্ঠ সন্তান, বন্দর ব্যবসায়ী আদিব রহমান, সিআইপি আব্দুস শুক্কুর পরিবারের সদস্য বৃন্দ সহ অন্যন্যরা।
Leave a Reply