গত ৭ সেপ্টেম্বর ২৩ ইং বৃহস্পতিবার ঢাকা জেলার মাসিক অপরাধ পর্যালাচনা সভায় আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে চতুর্থ বারের মতো নির্বাচিত হোন কেরানীগঞ্জ মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মামুন অর রশিদ,পিপিএম(বার) ।
মাসিক অপরাধ পর্যালাচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার,মোঃ আসাদুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেলসহ ঢাকা জেলার আরো অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তা ।
ওসি মামুন অর রশিদ এর দূরদর্শী নেতৃত্বের কারনে উক্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় মাদক নির্মূল চুরি ছিনতাই ইফটিজিং সহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রনে রয়েছে।এরই মধ্য বেশ কিছু আলোচিত অভিযান চালিয়ে বিপুল পরিমান হিরোইন,ইয়াবা,মাদকসহ বেশ কয়েকজন মাদক কারবারী কে গ্রেফতার করে এলাকায় বেশ সুনাম কুঁড়িয়েছেন।বর্তমানে কেরানীগঞ্জ এলাকায় অপরাধের পরিমান কমিয়ে আসছে।
ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে চতুর্থ বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর পুরস্কার টি তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার,মোঃ আসাদুজ্জামান,পিপিএম (বার)।
পুরস্কার পেয়ে ওসি মামুন অর রশিদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা জেলার মাননীয় পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল,ঢাকা জেলা ও টিম কেরানীগঞ্জ মডেল থানার সকল সহকর্মীদের।
মামুন অর রশিদ এর আগে ডিএমপির বনানী থানার প্রথম ওসি,এরপর শাহবাগ থানার ওসি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।সর্বশেষ ডিবির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply