JMC Media Buzz আয়োজিত সিলেট “National Short Film Competition” এ 1st Runner-up পুরষ্কার পেয়েছে মৃত্তিকা রাশেদ পরিচালিত চলচ্চিত্র “কৃষ্ণপক্ষ – A Burning Soul”।
উক্ত প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার গিয়াস উদ্দিন সেলিম, ওটিটি প্লাটফর্ম চর্কি’র সি.ই.ও রেদোয়ান রনি এবং অভিনেতা নাসির উদ্দীন খান।
পুরষ্কৃত হবার পর মৃত্তিকা রাশেদ বলেন -“এই কম্পিটিশন এর একটি বিশেষ ব্যপার হলো ” ওপেন ডিসকাশন”, প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনী শেষে বিচারকদের সরাসরি নানান আলোচনা ও সমালোচনা। তবে আমাদের কৃষ্ণপক্ষ প্রশংসাই কুরিয়েছে। চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেছেন ” এই চলচ্চিত্রটির আর্টিস্টিক অ্যপ্রোচ আছে”। পুরস্কার প্রদানের সময় গিয়াস উদ্দিন সেলিম ও রেদোয়ান রনি বললেন “ওয়েল ডান, চলচ্চিত্রটি ভালো হয়েছে, কিপ ইট আপ”।
এটি আমাদের চলচ্চিত্রের বড় আর্জন। এই স্বীকৃতি ও প্রশংসা আমাকে নিজ উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। “
Leave a Reply