কক্সবাজার জেলা বাবুর্চি শ্রমজীবী সমবায় সমিতি লিঃ ঈদগাঁও শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২২ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত সমিতির কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা দেয়। সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনের আয়োজন করা হয় স্থানীয় প্রিন্স অব ঈদগাহ কমিউনিটি সেন্টারে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি ও বাবুর্চি সমিতির উপদেষ্টা মোঃ রেজাউল করিম। তাকে সহায়তা করেন সমিতির সাবেক নেতা শহিদুল্লাহ বাবুর্চি ও পাখওয়ান ঘি কোম্পানির ঈদগাঁও- টেকনাফ এলাকার মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ হিল্লুল দাস।
এতে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুপুর দেড়টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফল মতে, সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হন মোঃ জাহেদ বাবুর্চি (চেয়ার)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জাফর আলম বাবুর্চি (তালা চাবি)। নির্বাচনে সমিতির ৪১ জন সদস্যের মাঝে ৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে ১টি এবং সাধারণ সম্পাদক পদে দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম-২ (কলসি), অর্থ সম্পাদক পদে ফুরুখ (দেয়াল ঘড়ি), সাংগঠনিক সম্পাদক পদে শমসু (গোলাপ ফুল) এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে আবু তৈয়ব (হরিণ)।
সমিতির রেজিঃ নম্বর ২৪৮১/১/৭/১৯।
সমিতিতে খুটাখালী, ডুলাহাজার, ঈদগড়, রশিদ নগর ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাবুর্চিদেরকে সদস্য করা হয়েছে।
Leave a Reply