ঢাকার দোহারে বিভিন্ন অনিয়মের অভিযোগে জয়পাড়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক এস এম আব্দুল খালেক পদত্যাগ করেছে।
১৮ আগষ্ট(রবিবার) সকালে শিক্ষার্থীদের উপস্থিতিতে পদত্যাগে বাধ্য হন তিনি। সরজমিনে গিয়ে জানা যায়, রবিবার সকাল থেকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এসময় প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও অসদাচরণের বিষয় তুলে ধরেন। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থেকে পদত্যাগ করেন আব্দুল খালেক। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। প্রধান শিক্ষকের পদত্যাগের পর আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল খালেকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply