শনিবার রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সাথে পূজা পরবর্তী পুণর্মিলনী, মতবিনিময় ও আলোচনা সভায় দয়াল কুমার বড়ুয়া একথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের ক্রেস্ট প্রদান করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা দয়াল কুমার বড়ুয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দয়াল কুমার বড়ুয়া বলেন, বতর্মানে সারা বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও ঢাকা-১৮ আসনে সেই তুলনায় কোনো উন্নয়ন হয়নি। এখানকার জনগণ নানা সমস্যায় ভুগছেন। বিগত দিনে এই এলাকার উন্নয়ন নিয়ে কেউ ভাবেনি। তাই এখানকার জনগণ অবহেলিত রয়ে গেছেন। আমি কথা দিলাম, আপনারা আমাকে কাজ করার সুযোগ দিলে আমি আপনাদের পাশে থাকব।
দয়াল কুমার বলেন, ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটি যেকোনো প্রয়োজনে আমাকে স্মরণ করলে আমি আপনাদের ডাকে সাড়া দেবো।
সবশেষে দয়াল কুমার বড়ুয়া বলেন, আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে নির্বাচন করতে চায়। এক্ষেত্রে আপনাদের দোয়া ও ভালোবাসা চায়। আপনাদের সমর্থন থাকলে আমি এগিয়ে যেতে পারব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাফিজ মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব পলাশ ও ওয়াহিদ।
Leave a Reply