কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের নতুন মহাল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদে ঢুকে এক কোরআনে হাফেজকে পিটিয়ে গুরত্বর আহত করেছে মাদক ব্যবসায়ি। আহত হাফেজ মো: তামিমের পিতা আবু তাহের কর্তৃক
কক্সবাজার সদর মডেল থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, মসজিদের মুসল্লিদের জন্য কিছু দুধ দেয়াকে কেন্দ্র করে তারাবির নামাজ পড়া অবস্থায় কোরআনে হাফেজ মো: তামিমকে মারধর করেছে চৌফলদন্ডি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নতুন মহাল ঘোনারপাড়ার নুরুল কবিরের ছেলে সাদ্দাম হোসেন। আহত হাফেজ তামিম শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে ৯ম শ্রেণীতে পড়ে। পরে আহতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার সর্বস্থরের মানুষ রোজার দিনে এমন জঘন্য ঘটনার জন্য সাদ্দামের শাস্তি দাবী করেছে। অভিযুক্ত সাদ্দামের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয পেয়ে তিনি কোন বক্তব্য না দিয়ে মোবাইল কেটে দেয়।
Leave a Reply