সাম্প্রতিক সময়ে ডিএমপির মোহাম্মদপুর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুল হক ভুঞা এর দুরদর্শী নেতৃত্বে উক্ত থানাধীন এলাকায়,অপরাধ,অনিয়ম,খুন,রাহাজানি,ছিনতাই,মাদকসেবন,মাদকবিক্রি,ইফটিজিংসহ সকল অনিয়ম প্রতিরোধে নিরলস কাজ করে যাচ্ছেন। মোঃ মাহফুজুল হক ভুঞা এর আগে ডিএমপির শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ছিলেন।নরসিংদী জেলার কৃতি সন্তান মাহফুজুল হক ভুঞা অফিসার ইনচার্জ(ওসি)হিসেবে ডিএমপি মোহাম্মদপুর থানায় প্রথম যোগদান করেছেন।
এরই ধারাবাহিকতায় ওসি মোঃ মাহফুজুল হক ভুঞার দুরদর্শি নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুর থানার চিহ্নিত রক্তচোষা ছিনতাইকারী, মোহাম্মদপুর থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে মো. জনি মিয়া ওরফে ‘রক্তচোষা’ জনিকে (৩৫) বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গত(মঙ্গলবার) দুপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।
চিহ্নিত ছিনতাইকারী ‘রক্তচোষা’ জনি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার তাকে গ্রেফতার করেন মোহাম্মদপুর থানা পুলিশ।তিনি আরো বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার আলম, চয়ন সাহা ও আদনান বিন আজাদসহ মোহাম্মদপুর থানার একটি টিম তুরাগ নদী সংলগ্ন একতা হাউজিং এলাকা থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। তার কাছে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
উপ-পুলিশ কমিশনার বলেন,তার নামে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে। সে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, একতা হাউজিং, নবীনগর হাউজিং ও বসিলা এলাকা এবং আদাবর থানা এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মারামারি ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে এই এলাকার ত্রাস বলা চলে। এমন কোনো অপরাধ নেই যে সে করেনি। একবার তাকে আটক করতে গেলে মোহাম্মদপুর থানার পুলিশের এসআইকে কুপিয়ে সে আহত করেছিল।রক্তচোষা জনিকে গ্রেপ্তারের খবর শুনে এলাকার অনেক আনন্দিত।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওসি মোঃ মাহফুজুল হক ভুঞা বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে, তিনি আরো বলেন বর্তমান সরকার গণমানুষের বন্ধু, সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখেহাসি ফোটাতে, মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখভাগাভাগি করে নিতে।আমরা মানুষের অতন্ত্র প্রহরী আমাদের কাজ হচ্ছে দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাদাঁবাজ, ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা।তাই আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করে যাবো।
Leave a Reply