মোঃ ইসমাইল হোসেন সজীব,চাটখিল নোয়াখালীঃ
হ্যান্ড টলি গাড়ির চালক নিজ টলিতে অতিরিক্ত রড বোঝাই করায় টলির সামনের অংশ ভেঙে পড়ে মাথায় রড ডুকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন।
নোয়াখালী চাটখিল উপজেলায় মঙ্গলবার ২৮ মার্চ সকাল ৮ টায় সিএন্ডবি রোড মারকাজ মসজিদের সামনে হ্যান্ড টলি চালক অতিরিক্ত রড বোঝাই করায় উক্ত টলি গাড়ীর সামনের অংশ ভেঙ্গে পড়ে গাড়িতে থাকা রড চালকের মাথার পিছন দিক থেকে ঢুকে সামনের দিকে বাহির হয়,স্থানীয় লোকজন ঘটনাটি দেখে ড্রাইভারকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন পরে তার আত্মীয়-স্বজন তাকে নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা দেন।
নিহত টলি চালক মোঃ আলমগীর হোসেন(৩৫) নেত্রকোনা জেলার ভারহাটা থানার মৃত মনির হোসেনের ছেলে বর্তমানে সাং ভীম পুর(মোস্তাফিজুর রহমানের বাড়ি)থানা- চাটখিল জেলা- নোয়াখালীতে বসবাসরত ছিলেন।
খবর পেয়ে চাটখিল থানার এসআই মোঃ টিপু সুলতান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply