চাটখিলবাসীকে রোজার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভুত,উপদেষ্টা অধিকার কর্মী-স্বেচ্ছাসেবী চাটখিল পৌরসভার ভিমপুরের ছেলে সমাজকর্মী শাহ্ সুফিয়ান।
বুধবার (১৯ এপ্রিল) লন্ডন থেকে ডাক প্রতিদিন কে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় শাহ্ সুফিয়ান বলেন,”প্রিয় চাটখিলবাসী, আসসালামু আলাইকুম,দেশে অতিরিক্ত তাপমাত্রার ফলে সৃষ্ট গরমে মাসব্যাপী সিয়ামসাধনার পর বছর ঘুরে আবারও আমাদের মধ্যে ফিরে এলো শান্তি, সাম্য ও সম্প্রীতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
রমজানের শিক্ষা হলো ধৈর্য, সংযম ও সহনশীলতা। এ ঈদে আমরা সবাই রমজানের সেই তাৎপর্য পরিপূর্ণভাবে ধারণ করে ঈদ আনন্দে পালন করবো,পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবো,বন্ধুবান্ধব,আত্মীয়-স্
এ ঈদে আমরা সবাই মহান আল্লাহপাকের কাছে প্রার্থনা করবো- দূর হোক অতিরিক্ত তাপমাত্রা,চলুক মানবজাতির জয়রথ,সবার সম্মিলিত আত্মত্যাগ ও সংযম প্রদর্শনের বিনিময়ে আগামীদিনে আমাদের মধ্যে ফিরে আসুক ঈদ আনন্দের পূর্ণতা।
প্রিয় চাটখিবাসীর ঈদ হোক নিরাপদ,ঈদ হোক আনন্দের,পরিশেষে আমি সবার সুস্থতা কামনা করছি।”
Leave a Reply