1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
গ্রামীণ ব্যাংক গাজীপুর যোনে রাজা বোদওয়াঁ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

গ্রামীণ ব্যাংক গাজীপুর যোনে রাজা বোদওয়াঁ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আমার সময় অনলাইন
    প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর যোনের যোনাল অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ২০২২ সালের যাচাই ও ২০২৩ সালের তথ্যের ভিত্তিতে নির্বাচিত সম্মানিত সদস্য ও সহকর্মীর নাম ঘোষণা করে -একে একে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের  শুরুতে শুভেচ্ছা বক্তব্য  রাখেন -গাজীপুর  যোনের যোনাল ম্যানেজার জনাব ফারুখ আহমমদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অডিট অফিসার জনাব আব্দুল হালিম,প্রশাসনিক কর্মকর্তা অশোক কুমার সাহা, যোনাল অফিসের কর্মকর্তা মোঃ- শহীদুল ইসলাম, মালিকা মল্লিক, মুর্শেদা আক্তার, মোঃ- কামাল পাশা প্রিন্সিপাল অফিসার।

এরিয়া অফিস থেকে উপস্থিত ছিলেন- কাপাসিয়া এরিয়ার এরিয়া ম্যানেজার, জনাব গোলাম মস্তুফা, গাজীপুর এরিয়ার এরিয়া ম্যানেজার, সন্জয় কুমার দাস, শ্রীপুর এরিয়ার এরিয়া ম্যানেজার, উদয় কুমার দাস, উত্তরা এরিয়ার এরিয়া ম্যানেজার, মোঃ- জিয়াউদ্দিন, সখিপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ- নুরুল আমীন সহ, কাপাসিয়া এরিয়ার প্রোগ্রাম অফিসার সাজ্জাদ হোসেন  ও বিভিন্ন শাখা থেকে পুরস্কার নিতে আসা সন্মানিত সদস্য বৃন্দ।
পুরস্কার গ্রহন করতে আসা সদস্যদের মধ্যে রানীগঞ্জ শাখার ৬৮ভূ।ম কেন্দ্রের জনাব তাসলিমা খাতুন বলেন – আমি যখন দুর্দিনে ছিলাম, তখন আমি কারো কাছ থেকে সহযোগিতা পাইনি, এক মাত্র গ্রামীণ ব্যাংক আমাকে ১০,০০০  দশ হাজার টাকা ঋণ দিয়েছিল।সেই থেকে ব্যাবসা শুরু করি,আল্লাহর রহমতে , আজ আমার দুইটি ব্যবসা, পুঁজির পরিমাণ ও প্রায় অর্ধকোটি টাকা। তাই আজ আমি ও আমার পরিবার গ্রামীণ ব্যাংকের প্রতি চিরকৃতজ্ঞ।আল্লাহর রহমতে আমরাই ভালো রাখবো – ভালো থাকুক গ্রামীণ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com