1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
গোমস্তাপুরে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

গোমস্তাপুরে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
 “আমাকে খেলতে দাও” স্নোগান সামনে রেখে  চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে গোমস্তাপুর উপজেলায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।  সারাদেশে ন্যায় গোমস্তাপুরের ঐতিহ্য রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে প্রতিযোগিতারটি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুশান্ত (বাবু), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফৌরদৌসী বেগম, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজী) আফাজ উদ্দীন প্রমুখ।,

গোমস্তাপুর ক্রীড়া অ্যাসোসিয়ান কমিটির সহযোগিতায় বিভিন্ন ভেনুতে বালক এবং বালিকাদের মধ্যে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  একাধিক পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশের জন্য প্রথমবারের মতো দেশের বিভিন্ন জেলায় জেলায় খেলাধুলা প্রসারের মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, মোবাইল শক্তি সহ নানা অপকর্ম থেকে নিজেদের দূরে রাখার জন্য শিশুদের উদ্বুদ্ধ করা হচ্ছে এই প্রতিযোগিতার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৪০ জন বালক বালিকা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com