পুলিশ জনতার সম্মিলিত সুখী সমাজ গঠনের ভিত্তি আরো মজবুত করতে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং সকাল ১০.৩০ ঘটিকায় বনানী থানাধীন সরকারী তিতুমীর কলেজ অডিটরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান বিভাগের উদ্দ্যোগে “কমিউনিটি পুলিশিং সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত কমিউনিটি পুলিশিং সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ এ আরাফাত,সংসদ সদস্য,ঢাকা-১৭, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম শহীদুল হক, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খ: মহিদ উদ্দিন,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), ডিএমপি, ঢাকা, প্রফেসর ফেরদৌস আরা বেগম, প্রিন্সিপাল,সরকারী তিতুমীর কলেজ, ঢাকা এবং প্রফেসর ড. রতন সিদ্দিকী (বাংলা একাডেমী সাহিত্য পদক প্রাপ্ত), নন্দিত চিত্রনায়ক রিয়াজ।
উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন মোঃ শহিদুল্লাহ
উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) ডিএমপি, ঢাকা। অনুষ্ঠানে গুলশান বিভাগের অর্ন্তগত থানা সমূহের কমিউনিটি পুলিশিং এর সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন পেশার আনুমানিক দুই হাজারের ও বেশী জনসাধারন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গুলশান বিভাগে কর্মরত সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার,
অফিসার ইনচার্জ,পুলিশ পরিদর্শকসহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply