1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
গুগল ফটোজে এআই টুল ব্যবহার করা যাবে বিনামূল্যে - দৈনিক আমার সময়

গুগল ফটোজে এআই টুল ব্যবহার করা যাবে বিনামূল্যে

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

গুগলের একটি জনপ্রিয় ফিচার গুগল ফটোজ। এবার তাতে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। গুগল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, এখন থেকে শক্তিশালী এআই-চালিত ফটো এডিটিং সরঞ্জামগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবে সবাই। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল ফটো ব্যবহারকারীরা এখন ম্যাজিক এডিটর, ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার এবং পোর্ট্রেট লাইট বৈশিষ্ট্য বিনামূল্যে ব্যবহার করতে পারবে। এইমুহুর্তে গুগল এই সেবাটি এনড্রয়েড, আইওএস অপারেটিং সিস্টেমে যাতে আরো বিস্তৃতভাবে কাজ করতে পারে সেটি নিশ্চিতে কাজ করছে। ব্যবহারকারীরা জানিয়েছে, ম্যাজিক এডিটর ফিচারটির একটি স্যুট রয়েছে, যেখানে রয়েছে জেনারেটিভ এআই-চালিত ইরেজ টুল। ম্যাজিক এডিটরের ইরেজ ফিচার এবং ম্যাজিক ইরেজার উভয়ই একটি ইমেজ থেকে অবজেক্টকে ভালোভাবে বাদ দিতে সাহায্য করতে পারে। ৩টি ভিন্ন উপায়ে ম্যাজিক এডিটর ব্যবহার করা যাবে। ট্যাপ করা, ব্রাশ করা বা সার্কেল দেয়া। নিজেদের পছন্দমতো সেই ফলাফল ঠিক করতে পারে। বিভিন্ন এআই এডিটিং সরঞ্জামগুলোর একটি পাওয়ার স্লাইডার রয়েছে। গুগল বলছে, বিনামূল্যে এআই এডিটিং টুলের ব্যবহার সহজলভ্য করার ফলে এর জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com