গতকাল শুক্রবার (১৯ মে) রাত পৌনে আটটার দিকে কুষ্টিয়ার হরিপুর ইউনিয়নের বোয়ালদহ কান্তিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় জুয়া খেলাকে কেন্দ্র করে বোয়ালদহ কান্তিনগর মোড়ে স্থানীয় আব্দুল মান্নান ও সাহেব আলী গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের ১০/১২জন গুরুতর আহত হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে ওমর আলী নামের একজন মারা যান। রাত দশটার দিকে মিরাজ হোসেন নামে আরো একজন মারা যান। নিহত দুজন দুই গ্রুপের বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন জানান কি কারনে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে দুজন নিহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply