কালাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১১টা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন । এ সময় আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল, উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বাবু মুনিষ চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা মুজিবনগর সরকার এবং তা বাংলাদেশের স্বাধীনতার ভূমিকা নিয়ে আলোকপাত করেন।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মসূচি পালিত হয়
Leave a Reply